বিশেষ প্রতিনিধি:
৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় র্যালীতে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল পরিলক্ষিত হয়েছে।
৫ ই আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হওয়া উক্ত বিজয় র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এস এস পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে নয়াবাড়ি দিয়ে প্রদক্ষিণ করে কাঁচপুর ব্রীজের নীচ দিয়ে ঘুরে কাঁচপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে উক্ত বিজয় র্যালীতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন এবং সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধান উপস্থিত ছিলেন।
এদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উক্ত বিজয় র্যালীতে অংশ নিয়েছেন।