জনপ্রিয়

চিলমারীতে গলায় রশি দিয়ে একজনের আত্মহত্যা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

হাবিবুর রহমান

কুড়িগ্রামের চিলমারীতে গলায় রশির দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানাযায় গতকাল উপজেলার রমনা ইউনিয়নের, রমনা খামার (বাঁধ) গ্রামের মৃত নসম উদ্দিনের ছেলে, মোস্তফা মিয়া(৫৫)। ঘরের ধর্নার সাথে রশি বেঁধে গকাশ পেচিয়ে আত্নহত্যা করেন। এ বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকার সাথে কথা হলে তিনি বলেন, স্ট্রোক জনিত কারণে বেশ কিছু দিন ধরে মোস্তফা মিয়ার মাথায় সমস্যা দেখা দেয়। তিনি কয়েকদিন আগেও নদীতে ঝাপ দিয়েছিলেন, কখনো কখনো বিদ্যুৎ এর তারে হাত দিতেন, সম্প্রতি মাথায় যন্ত্রণা বেশি হওয়ায়, তিনি মাঝে মাঝে ছটফট করতেন এবং দা ও বটি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতেন। এ অবস্থায় গতকাল রাত আনুমানিক ৯.৪০ মিনিটে মোস্তফা মিয়ার স্ত্রী ও কন্যা ঔষুধ কেনার জন্য দোকানে যায়। এই সুযোগে মোস্তফা মিয়া ঘরে এসে  দরজা বন্ধ করে দিয়ে, ধর্ণার সাথে রশি বেঁধে গলায় পেচিয়ে আত্নহত্যা করেন। তিনি আরও বলেন, মোস্তফা মিয়া খুবই গরীব মানুষ ছিলেন, যার কারণে তেমন কোন ভালো ঔষুধ খাওয়া হয় নাই। টাকার অভাবে তার পরিবারের লোকজন তার ভালো ভাবে চিকিৎসা করাতে পারেনাই। পরে আনুমানিক রাত ১০টার দিকে স্ত্রী ও কন্যা মিথিলা (১৪) বাসায় ফিরে এসে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে লাশ ঝুলতে দেখে থানার পুলিশকে খবর দেয়। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি বলেন, খবর পাওয়া মাত্রই আমরা সেখানে যাই এবং গলায় রশি দিয়ে আত্মহত্যা করার আলামত পাই বলে জানান তিনি। এবং পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ও মৃত মোস্তফা মিয়ার ভাই-বোন স্ত্রী-সন্তানের অনুরোধে ও  সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান। এ ব্যাপারে মৃত মোস্তফা মিয়ার স্ত্রী ময়না বেগম, বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।