জনপ্রিয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে নিচে, যুবক নিহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

তানভীর হাসান শুভ, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি

শনিবার (৯ মার্চ) সাড়ে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম নয়ন (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে নিহত যুবককে দেখতে স্থানীয়দের ভিড়। নিহত নয়ন পৌর শহরের পূর্ব জগন্দ্রনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে। হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১২টা ৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি বিরামপুর স্টেশনে দাঁড়ায়। এর একপর্যায়ে ট্রেনটি ছেড়ে দেয়ার সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় পা পিছলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে নিচে পড়ে যান নয়ন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম

  • চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে নিচে
  • যুবক নিহত