জনপ্রিয়

চর উন্নয়ন না রাজনৈতিক পুনঃদখল? উলিপুরে বিতর্কিত সাইনবোর্ড

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 19 minutes ago

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আওয়ামী লীগের অগ্নিদগ্ধ দলীয় কার্যালয়ে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ নামে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। রবিবার (১১ মে) বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। সোমবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, সাইনবোর্ডটি ভবনের চালার সঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল।উপজেলা ‘চর উন্নয়ন কমিটি’র আহ্বায়ক সোলায়মান আলী সরকার ও যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন সাইনবোর্ড লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।তাদের দাবি, বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটি অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছিল। পথচারী ও আশপাশের ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে ভবনটি পরিষ্কার করে সেখানে চর উন্নয়ন কমিটির অফিস স্থাপন করা হয়েছে।প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন উলিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ডে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমানে ভবনটিতে দরজা-জানালাও নেই।আওয়ামী লীগ সরকারের পতনের পর কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয় ‘চর উন্নয়ন কমিটি’। কুড়িগ্রাম জেলা কমিটিতে আহ্বায়ক করা হয় কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুকে এবং সদস্য সচিব করা হয় আশরাফুল হক রুবেলকে। পরে বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন ও সভা-সমাবেশ শুরু করে সংগঠনটি। সংগঠনটি বিএনপি ও সমমনা নেতাকর্মীদের দিয়ে গঠিত হলেও দায়িত্বশীলরা এটিকে একটি “অরাজনৈতিক সংগঠন” হিসেবে দাবি করে আসছেন।তথ্যানুসন্ধানে জানা গেছে, উলিপুর উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কমিটির অধিকাংশ সদস্যও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে সোলায়মান আলী সরকার বলেন, “ভবনটি পরিত্যক্ত ও নোংরা অবস্থায় ছিল। এতে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছিল। জনস্বার্থে ভবনটি পরিষ্কার করে আমরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। যদি আইনি কোনো বাধা থাকে, আমরা ভবনটি ছেড়ে দেবো।”