জনপ্রিয়

চট্টগ্রাম মহানগর হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটি গঠন!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি আজ ঘোষণা করা হয়েছে । আজ রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সুজন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক জয় রাজবংশীর যৌথ অনুমোদনে সঞ্জয় দে কে সভাপতি , আদিত্য দে জয়কে নির্বাহী সভাপতি এবং চিন্ময় ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটে চট্টগ্রাম মহানগর শাখার ৫৭ জন বিশিষ্ট একটি আংশিক নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নয়ন চৌধুরী।এই সময় তিনি নতুন কমিটির সকলকে শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে বলেন, “অনেক অনেক শুভকামনা রইল চট্টগ্রাম মহানগর এর সকল সহযোদ্ধাদের জন্য। আপনাদের হাত ধরে চট্টগ্রাম মহানগর আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও কলেজে হিন্দু ছাত্র মহাজোটের জাগরণ সৃষ্টি এবং সকল সনাতনী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে ধর্মীয় কাজে উদ্ধুদ্ধ করবেন এবং একটি সুসংগঠিত সনাতনী সমাজ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করবেন এটাই প্রত্যাশা করি”

  • চট্টগ্রাম মহানগর হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটি গঠন!