মোঃ আবদুর রহিম সোহেল, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ ২১মে মঙ্গলবার ২০২৪ চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মাননীয় কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়কে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘সম্মানপ্রদ জীবন সদস্য’ পদ প্রদান করা হয়। এই উপলক্ষ্যে প্রেস ক্লাবের পিইএচপি ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে মান্যবর পুলিশ কমিশনার নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, “এই সম্মানপ্রাপ্তির মাধ্যমে একজন সাবেক সাংবাদিক হিসেবে আমার গর্ববোধ হচ্ছে।” এই সময় তিনি তাঁকে সম্মানিত করার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মান্যবর কমিশনার মহোদয়ের সম্মানপ্রদ জীবন সদস্য পদপ্রাপ্তির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব দেব দুলাল ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব সালাহ্উদ্দিন মো. রেজা। উক্ত অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব এন এম নাসিরুদ্দিনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চট্টগ্রামের সরকারি কর্মকর্তাদের মধ্যে এই প্রথম কেউ প্রেস ক্লাব প্রদত্ত এমন সম্মাননা অর্জন করেন।