জনপ্রিয়

চট্টগ্রামে মিরসরাই পুলিশের অভিযানে গ্রেফতার ০১ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

মোঃ আবদুর রহিম সোহেল, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত (০২ বছর সাজা প্রাপ্ত) ০১(এক) জন আসামী গ্রেফতার করেছে মীরসরাই থানার পুলিশ, অদ্য ২০/০৪/২০২৪খ্রি: এএসআই(নিঃ)/আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ মীরসরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে মীরসরাই থানার মামলা নং-০৯(৩)১৫ এর জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী (০২ বছরের সাজাপ্রাপ্ত ) মোঃ জাহেদুল ইসলাম, পিতা-কামাল উ্যাহ মেম্বার, সাং-কাজীর তালুক, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম গ্রেফতার করেন। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • চট্টগ্রামে মিরসরাই পুলিশের অভিযানে গ্রেফতার ০১ জন