জনপ্রিয়

চট্টগ্রামের টাইগারপাস থেকে রক্ষা পেল ৪৬টি গাছ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদ দাতা -ফাহমিদা ফিরোজ: চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি ওঠা নামার পথ অর্থাৎ র‍্যাম্প নির্মাণের জন্য গাছ কাটার স্বীদ্ধান্ত বাতিল করে স্থগিত করেছে গাছ কাটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।গতকাল মঙ্গলবার ২ই এপ্রিল দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অনুপম সেন এ বিষয়ে কথা বলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে সাক্ষাৎকারে জানান। টাইগারপাস এলাকা থেকে শুরু করে সিআরবি এলাকা পর্যন্ত মোট ৪৬টি গাছে রঙ দিয়ে চিহ্নিত করা হয় কাটার জন্য। যা এখন বর্তমানে না কাটার জন্য আহ্বান জানাচ্ছেন নগরবাসীরা।এছাড়াও জানা গেছে যে, গাছ কাটা যাবে বলে হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয় নি সিআরবি এলাকায়। আর সবকিছু বিবেচনা করে বর্তমানে গাছ কাটার স্বীদ্ধান্ত বাতিল করে অন্য মডেলে র‍্যাম্প তৈরির স্বিদ্বান্ত নিচ্ছেন চউক।আর প্রাণে বেচে গেল প্রকৃতির ৪৬টি গাছ।

  • চট্টগ্রামের টাইগারপাস থেকে রক্ষা পেল ৪৬টি গাছ