জনপ্রিয়

গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৫৫) মারা গেছেন। শনিবার ৮ মার্চ সকালে সদর উপজেলার বোড়াশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফয়েজুর রহমান জানান, শনিবার ভোরে জেলার গোবরা রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

রেলওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

  • গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু!