গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ২৫হাজার জরিমানা করা হয়েছে। শনিবার {২৬ এপ্রিল} দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে ও শহরের বড়বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচার মোঃ রাসেল মুন্সী বলেন, গোপন সংবাদ ছিল গোবরা গ্রামের মোঃ সুজন নিষিদ্ধ পলিথিন বাড়িতে মজুদ করে গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ীদের সরবরাহ করে আসছে।এই সংবাদের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিভিণ্ন সাইজের প্রায় ১ মেট্রিকটন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও পলিথিন জব্দ করে নিয়ে আশা হয়েছে।পরে এসব ধ্বংশ করা হবে। অপর দিকে সংবাদছিল শহরের বড় বাজারে একটি পল্ট্রি ফিডের দোকানে প্রতিবস্তা গোখাদ্য (ভূষি ) ১৭৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও সেটা বিক্রি করা হচ্ছে ২১৫০টাকায়। এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।