গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে সকল ধরনের কায্যক্রম বন্ধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে বিক্ষোভ সমাবেশে করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে। রবিবার {২৭ এপ্রিল} সকাল ১১টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্ত্বরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও জেনারেল হসপাতালের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন কর্মসূচী শুরু করে। পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।
এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সকল ধরনের কায্যক্রম বন্ধ রাখে। মানববন্ধন চলাকোলে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক মেহেরাব গাজী, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন নাহার তমা, জ্যোতি মজুমদার বক্তব্য রাখেন।বক্তারা, অবিলম্বে দুইটি সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেয়ার আহবান জানান। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।