গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার। সকাল সাড়ে এগারোটার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে (১৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসন জিরো টলারেন্স, পৌরসভার বৈধ ইজারাদার কর্তৃক নিযুক্ত প্রতিষ্ঠানের কর্মীরাই কেবল নির্দিষ্ট পোশাক পরে নির্দিষ্ট স্থান থেকে সরকার নির্ধারিত পৌর টোল আদায় করতে পারবেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি ইজিবাইক ও মাহেন্দ্র যানবাহনের ডানপাশে বেরিকেড স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে কঠোর নির্দেশনা দেন, সড়ক আইন বাস্তবায়ন, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন চালকদের এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদেরকে আইনের আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়, এছাড়া সড়কে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে, সরকার নিষিদ্ধ আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেকু মেশিন দিয়ে কৃষি জমির শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) মো: গোলাম কবিরের সঞ্চালনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল জেড এম মাবরুকূল ইসলাম, মেজর ইমরান, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এনএসআই -এর উপপরিচালক মো: মনিরুল ইসলাম, র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাস্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মুনমুন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক ও জেলা জাসদ সভাপতি শেখ মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।