মুহাম্মদ এরশাদুল ইসলাম:–
দেশটা আমাদের তাই দায়িত্ব তাও আমাদেরই। অন্যের উপরে না চাপিয়ে নিজে করুন, এবং আপনাকে দেখো আরেকজন শিখবে। পরিবর্তন টা নিজের থেকে শুরু হলে এটা ছড়িয়ে যাবে সবার মাঝে।দেশটাও পরিবর্তন হবে ইনশাল্লাহ। বিডি ক্লিন আমাদের এমন প্লাটফর্ম যেখানে আমরা হিংসা- বিদ্বেষ ভুলে একসাথে দেশকে পরিচ্ছন্ন করা লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আসুন আমরা আমাদের আশেপাশ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। নিজেকে এবং দেশকে রক্ষা করি। আসুনএকসাথে একজোট হয়ে কাজ করবো। হাত ধরে এগিয়ে যাব একসাথে।
তারই ধারাবাহিকতায় ২৯শে নভেম্বর (শুক্রবার) বিডি ক্লিন -ঢাকা(উত্তর) এর আওতাধীন ১২ এবং ১৫ নং জোন এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক ইভেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়। পরিচ্ছন্ন হলো ফজলে রাব্বি পার্ক, নিকেতন-১ নাম্বার গেইট ও তার আশপাশ।