আকাশ দাশ সৈকতঃ বাংলাদেশ সনাতনী সেবক সংঘের (বাসস) চট্টগ্রাম জেলার গীতা প্রশিক্ষক পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী রাজীব দেব নাথের পরিচালনায় গীতা প্রশিক্ষণ ক্লাস গত ১৯শে এপ্রিল (শুক্রবার) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর গ্রামের মহানগর শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রমের মহানগর শ্রী শ্রী লোকনাথ বিদ্যাপিঠে সমপন্ন হয় । এই সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রী শ্রী লোকনাথ বিদ্যাপিঠের সভাপতি এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি ডাঃ মানিক লাল দাশ গুপ্ত। মহানগর শ্রী শ্রী লোকনাথ বিদ্যাপিঠের সম্মানিত সাধারণ সম্পাদক রাজীব বরণ চৌধুরী, ভূমিদাতা এবং সেবায়েত বেছু শীল, মহানগর শ্রী শ্রী লোকনাথ বিদ্যাপিঠের কার্যকরী কমিটির সদস্য জয় শীল, শুভ শর্মা, আকাশ দাশ সৈকত সহ স্কুলের সকল ছাত্রছাত্রী প্রমুখ। ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশ সনাতনী সেবক সংঘের (বাসস) চট্টগ্রাম জেলার গীতা প্রশিক্ষক পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী রাজীব দেব নাথের প্রশিক্ষণ ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের সভাপতি ডাঃ মানিক বলেন, স্কুলে একটা সময় ছাত্রছাত্রী বেশ কম ছিলো , এখন সবাই গীতামুখী হচ্ছে এখন এইখানে সব পরিপূর্ণ, আমি মনে করি প্রত্যেক অভিভাবক যদি নিজেদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় আলোকিত করতে পারে তাহলে আমাদের সনাতনীরা অনেক এগিয়ে যাবে । তিনি আরো বলেন, “আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে চাই, ওরা বেশ ভালো, আশা করছি সামনে গ্রাম থেকে আরো ভালো প্রতিভা উঠে আসছে। হয়তো এখান থেকে কেউ হয়ে উঠবে আগামীর শিক্ষক”। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম জেলার গীতা প্রশিক্ষক পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী রাজীব দেব নাথের হাতে সৌজন্য পুরষ্কার তুলে দেন স্কুলের সভাপতি ডাঃ মানিক লাল দাশ মহোদয়সহ বাকি সদস্যরা।