আব্দুল আহাদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বড় ভাই হয়ে জবাই করে খু*ন করে ছোটভাইকে। সামান্য ব্যাট খেলার দ্বন্দ্বের জের ধরে ২১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১০টায় গাবতলীর নাড়ুয়ামালা গ্রামে এই জঘন্য ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা ঘাতককে পাকড়াও করে গাবতলী থানায় সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় এনেছে। একাধিসূত্র জানায়, গাবতলীর নাড়ুয়ামালা গ্রামের শফিউর আহসানের ছেলে স্থানীয় নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র মবাশির প্রামানিক (১২) ২১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১০টায় নিজঘরে শুয়ে ছিল। এ সময় তার আপন জ্যাঠাতো ভাই নাবিল প্রামানিক (২০) ঘরে ঢুকেই দরজার সিটকিনি লাগিয়ে দেয়। এরপর নাবিল বিছানায় শুয়ে থাকা মবাশির এর মাথায় ব্যাট দ্বারা আঘাত করে। অতঃপর চাকু দিয়ে জবাই করে হত্যা করে। স্থানীয়রা জানায়, ঘটনার আগেরদিন ২০ ই অক্টোবর ব্যাট খেলা নিয়ে মবাশির ও নাবিলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এই খুনের ঘটনা ঘটে। তবে কেউ কেউ বলেন, নাবিল কিছুটা মানষিক প্রতিবন্ধী। পুলিশ জানায়, মবাশিরকে পরিকল্পিতভাবে জবাই করে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক নাবিলকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।