জনপ্রিয়

“গত ম্যাচের মতো শক্তিশালী পারফরম্যান্স চায় জিম্বাবুয়ে”!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 hours ago

আকাশ দাশ সৈকত

সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে জিম্বাবুয়ে । দলটার সামনে বাংলাদেশ দলকে হোয়াইটওয়াশের সুযোগ । তাইতো গত ম্যাচের মতো এই ম্যাচেও শক্তিশালী পারফরম্যান্স দিতে চায় জিম্বাবুয়ে । দ্বিতীয় টেস্ট খেলতে এসে সাগরিকায় গণমাধ্যমকে এই কথা জানায় জিম্বাবুয়ের ওপেনার ব্যাটার বেন কারান।

২০২১ সালের পর সিলেটে বাংলাদেশকে হারিয়ে লাল বলের ক্রিকেট জিতলো জিম্বাবুয়ে । তবে তার চেয়েও বড় কথা বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ সাত বছর পর এই ফরম্যাটে জয় পেয়ে রোডাশিয়ানরা। তাইতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ভালো করার প্রত্যয় সফরকারীদের কন্ঠে। যদিও সিলেটের উইকেটের কন্ডিশন আর চট্টগ্রামের উইকেটের কন্ডিশন ভিন্ন তারপর ও বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতেই চান না জিম্বাবুয়ে । এমনটা জানায় জিম্বাবুয়ের ওপেনার ব্যাটার টম কারান।

সিরিজের শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে এসে বেন বলেন, ‘স্পষ্টতই, আমরা আশা করছি বাংলাদেশ দল খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। আর আমরা ভাবছি না যে এটা কোনো সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট কঠিন—এখানে প্রতিটি রানের জন্য লড়াই করতে হয়। তাই, আগামী সপ্তাহে কী অপেক্ষা করছে, সেটা নিয়েই আমি উৎসুক। আশা করি, আমরা গত ম্যাচের মতোই আরেকটি শক্তিশালী পারফরম্যান্স দিতে পারব।’

এইদিকে চট্টগ্রামের উইকেট নিয়ে বেন বলেছেন, ‘সিলেটের পিচে আসলে বল তেমন টার্ন করছিল না, বরং বলের ভয়টা বেশি ছিল। তাই আমার গেম প্ল্যান দিয়ে সেটার মোকাবিলা করার চেষ্টা করেছি। এখানে চট্টগ্রামের পিচ আলাদা হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে প্রতিটি উইকেটের সাথে খাপ খাইয়ে নিতে হবে, এবং আমার গেম প্ল্যান নিয়ে ইতিবাচক থাকাটাই মূল কথা।’

  • "গত ম্যাচের মতো শক্তিশালী পারফরম্যান্স চায় জিম্বাবুয়ে"!