খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনে এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাকিব কে এলোপাথাড়ি ভাবে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল শনিবার ০২ আগস্ট সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
মব সৃষ্টিকারীদের পরিচয় সঠিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে তাদের ছবি রয়েছে।
তারা প্রথমত নারী সংঘটিত কারণ দেখিয়ে সাংবাদিক রাকিব কি এলোপাতা কিভাবে মারতে থাকে পরবর্তীতে তাদের সহ সাংবাদিক রাকিবকে থানায় নিয়ে যাওয়া হলে নারী উত্তপ্তের যথাযথ প্রমান তারা দিতে পারে নাই।
কোন নারীকে উত্ত্যক্ত করেছে সেই নারী কেউ থানায় হাজির করতে পারে নাই পরবর্তীতে তারা বলেন তাদের ভুল হয়েছে ভুল বোঝাবুঝির কারণে তারা সাংবাদিক রাকিব কে মেরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিজের গাড়িতে স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে যাওয়ার সময় ১৫ থেকে ২০ জনের একদল যুবক সাংবাদিক রাকিবের পথ আটকায়।
এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পাশে নিয়ে মব সৃষ্টি করেন। কয়েকটি অভিযোগ তুলে তাকে মারপিট শুরু করে ওই গ্রুপ টি এক পর্যায়ে তার সাথে থাকা মোবাইল টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় মব কারীরা। এবং তাকে জোরপূর্বক বিভিন্ন কথা শিখিয়ে দিয়ে স্বীকারোক্তি দিতে বলে ভিডিও করে মব কারীরা।
এ ঘটনায় মোঃ সাংবাদিক রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. আমাকে পরিকল্পিতভাবে মারপিট করা হয়েছে। এমনভাবে মব সৃষ্টি করা হয়েছে যে ঘটনাস্থলে তারা যেভাবে বলছিলো আমি সেভাবেই করতে বাধ্য হই। স্থানীয় থানায় এ ঘটনার বিষয়ে মিটমিমাংসা হয়েছে বলেও জনান তিনি।
এ বিষয়ে খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিকসহ আরো অনেক সাংবাদিকরা বলেন, এ ধরেনর মব কালচার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
একজন ব্যক্তির যদি কোনো ভুল বা অপরাধ করে থাকে তার জন্য দেশে প্রচলিত আইন আদালত রয়েছে। মব সৃষ্টি করে সমাজে আতঙ্ক ছড়ানো এক ধরনের ক্রিমিনাল এক্টিভিটি, যেটা বন্ধ হওয়া জরুরি।