জনপ্রিয়

কোচিং না করেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে মো: রিপন আহমেদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 hours ago

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মো:রিপন আহাম্মে কোচিং ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চরপাড়া গ্রামের একজন গরীব ঘরের সন্তান। এক বেলা খেলে আরেক বেলা খাবার জোটে না তাদের।এমনকি তার বাবা বেঁচে নেই। এমনকি তার মা সাদাসিধে এবং মানসিক ভাবে একটু সমস্যা আছে।তারা চার ভাই।ছেলেটা হলো দ্বিতীয় নাম্বার। প্রত্যেকটা ভাই অনেক মেধাবী। এবং তাদের পড়াশোনা করার অনেক আগ্রহ। যেখানে তারা তিন বেলা খেতে পারে না সেখানে পড়াশোনা তো বিলাসিতা। কিন্তু তারা কখনো হাল ছাড়েনি। তার অনেক স্বপ্ন পড়াশোনা করে বড় কিছু হবে। ছেলেটি দিনে রাজমিস্ত্রি কাজ করতো।এবং অন্যর বাড়িতে কামলা দিত। এভাবে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলো। তবুও পড়াশোনা ছেড়ে দেয় নি।ছেলেটি অষ্টম শ্রেণীতে এ+ পেয়েছে।এসএসসিতে এ+ পেয়েছে। ছেলেটি অত্যন্ত মেধাবী। এরপর তিনি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে ভর্তি হন। সরকারি আকবর আলী কলেজের এইচএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ছেলেটি এইচএসসি পরীক্ষায় এ+ উত্তীর্ণ হয়। যেখানে পড়াশোনা করটাই তাদের জন্য কষ্টকর। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য কোচিং করা বিলাসিতা ছাড়া আর কিছু না। কিন্তু তার প্রবল ইচ্ছে কোচিং ছাড়া পড়াশোনা করে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাবে। তার প্রবল ইচ্ছা এবং জেদের কারণে আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। কোন মানুষই টাকা দিয়ে এই মেধাবী ছেলের পাশে এসে দাঁড়ায়নি।বাবার টাকা না থাকলেও নিজের পরিশ্রমে পড়াশোনা করে ভালো জায়গা চান্স পাওয়া যায় এটাই তার প্রমান। তার বাকি তিন ভাই অন�