জনপ্রিয়

কে.ডি.এ. ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)

শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে উদ্যোগে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত আজ ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাসদ কার্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার ও কে.ডি.এ. ফাউন্ডেশনের সহযোগিতায় দুই শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন কে. ডি. এ. ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ দর্পণ। সভাপতিত্ব করেন শহিদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারের সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বেল্লাল গাজী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার কোষাধ্যক্ষ সালমা বেগম প্রমুখ।

  • কে.ডি.এ. ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী