জনপ্রিয়

কুড়িগ্রামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি হাসানুজ্জামান’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

আমীনুল ইসলাম, স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গত ২৩ মে ২০২৪ তারিখ বিকেল আনুমানিক ১৭.৫০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকার মাদক কারবারি মোঃ হাসানুজ্জামান (৪৫)’কে তার নিজ বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

  • কুড়িগ্রামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি হাসানুজ্জামান'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ