জনপ্রিয়

কুড়িগ্রামে ভিজিএফ এর ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 4 weeks ago

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ এর চাল আত্বসাতের চেষ্টা কালে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসার একটি রুম থেকে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২১ মার্চ) নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এই ইউনিয়নের ৪ হাজার ৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২৬০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এসব চাল দুস্থ পরিবারের মধ্যে বিতরণ না করে অন্যত্র সরিয়ে আত্বসাতের চেষ্টা করেন। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শনিবার নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নেতৃত্বে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসার একটি রুম থেকে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে একাধিক বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন বলেন, “চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজন দিয়ে চাল উত্তোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাল পাচ্ছে না।”

অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমের কাছে জানতে চাইলে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের যা করণীয় করেন।”

নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “চাল জব্দ করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।