কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 hours ago

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১২৮ পিস ইয়াবা, নগদ চার হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১৩ জুলাই) রাতে উলিপুর উপজেলার বিভিন্ন স্থানে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল এ অভিযান চালায়। সোমবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন—উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।

মেজর শাহারিয়ার আহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক