কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নদির গতিপথ বন্ধ করে বসতবাড়ি, এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 hours ago

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

২৮ শে জুলাই সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় কৃষক, গৃহস্থ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, এলাকাটিতে শত বছরের পুরোনো একটি প্রাকৃতিক নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে একাধিক বসতবাড়ি নির্মাণ করা হয়েছে।

এর ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে প্রায় ৩০০ বিঘা আবাদি জমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে আছে।

এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চাষাবাদে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

প্রতিবাদকারীরা বলেন, শুধু জমিই নয়, এই অবস্থার কারণে তাদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো ভয়াবহ সংকট দেখা দিতে পারে।

তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ দাবি করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দখলদারদের উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণের জোরালো আহ্বান জানান।

এ মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও যুবসমাজ, অনন্তপুর কাশিপুর, ফুলবাড়ীর আপামর জনগন।

  • কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নদির গতিপথ বন্ধ করে বসতবাড়ি