কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 hours ago

সোমবার (৪ আগস্ট) দুপুরে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং জেলা পরিষদ কুড়িগ্রামের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মো. সাইফুল ইসলাম, মো. মাসুদ রানা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সমাবেশ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকলকে এগিয়ে আসতে হবে। সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান।