জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাচনে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

আমীনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপ উপলক্ষ্যে অদ্য ২০ মে ২০২৪ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ০৩:০০ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীর, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ছিব্বির আহমেদ , নাগেশ্বরী সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ আশিক আহমেদ, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব রুপ কুমার সরকার, কচাকাটা থানার অফিসার ইনচার্জ জনাব বিশ্বদেব রায় সহ নাগেশ্বরী উপজেলার প্রিজাইডিং অফিসার গণ। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ন সততা,সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা। সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে বক্তব্য দেন।

  • কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাচনে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ