জনপ্রিয়

কিশোর গ্যাংয়ের ছুরি আঘাতে আহত ৮ম শ্রেণির শিক্ষার্থী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

সুচিন সমাজের জেলা হলো ফেনী। আর এ-ই ফেনী জেলার নানান এলাকায় ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়। এটি এখন বর্তমানে মারাত্মক রুপ নিচ্ছে।প্রতিদিনই প্রতিমূহুতেই নিহত হচ্ছে কেউ না কেউ। আজ এই কিশোর গ্যাংয়ের হাতে আহত হয়েছে ৮ম শ্রেণির শিক্ষার্থী। নাম ‘রায়হান’। রায়হান পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। সে আজ বিকেলে নাজির রোড এলাকায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুরুত্ব আহত হয়। সে আমাদের জার্নালকে বলেন,”তাদের মধ্যে একজন তাদের স্কুলের এবং বাকিদের চিনে না।এছাড়াও দুই সদস্য রায়হানের পিঠে ছুড়ি দিয়ে আঘাত করে যার জন্য তার প্রচুর রক্তক্ষরণ হয়”। রায়হানকে পিঠে ছুড়ি দিয়ে আঘাত করার পরে কিছু লোক মিলে নিয়ে যাওয়া হয় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য।

  • কিশোর গ্যাংয়ের ছুরি আঘাতে আহত ৮ম শ্রেণির শিক্ষার্থী