জনপ্রিয়

কালীগঞ্জের একজন মানবিক এ.আই. কর্মী মেহেদী হাসান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

বিপ্লব মজুমদার, সাতক্ষীরা 

আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এর  একজন এ.আই. কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন মো.মেহেদী হাসান। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।

মো.মেহেদী হাসান  গবাদি পশুর  কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে  আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের প্রান্তিক পর্যায়ের  গরুর  খামারিদের অত্যন্ত সততার সাথে দীর্ঘদিন ধরে সেবা প্রদান করে যাচ্ছেন।

তার সেবার মান ভালো হবার পাশাপাশি  ব্যবহারও প্রশংসনীয়। 

স্বল্প ও নায্য মূল্যে গো-খামারিদের কাছে উন্নত মানের সিমেন সরবরাহ করে যাচ্ছেন।খামারিদের নানা ধরনের সচেতনতা মূলক পরামর্শ, বিভিন্ন রোগের টিকা গ্রহণ ও যেকোনো সমস্যায় নিকটস্থ   উপজেলা   প্রাণিসম্পদ   অধিদপ্তরে যোগাযোগের জন্য ছোট ছোট গো খামারিদের  উৎসাহিত করে যাচ্ছেন। ফলে তিনি সকলের কাছে হয়ে উঠেছেন  একজন মানবিক ব্যক্তিত্ব।

  • কালীগঞ্জের একজন মানবিক এ.আই. কর্মী মেহেদী হাসান