জনপ্রিয়

কালিয়াহরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

মোঃ রেজাউল করিম খান. সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ “পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। তালিকাভূক্ত সুবিধাভোগী ১২০ জন পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে ১’কেজি করে উন্নত জাতের পাট বীজ, ইউরিয়া ৬’কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি করে বিতরণ হয়। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয় । সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে উক্ত পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সবুর সেখ এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত জানান এবং সার্বিক দায়িত্বে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াহরিপুর ইউনিয়নের কৃষি উপসহকারী মোঃ হামিদুল ইসলাম প্রমুখ । এসময়ে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ, ইউপি সদস্যগণ, সুবিধাভোগী পাটচাষীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • কালিয়াহরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ