রিয়াজুল হক সাগর
আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সম্মানিত সদস্য বিশিষ্ট কলামিস্ট, কবি ও অনুবাদক জনাব মাহমুদ ইলাহী মন্ডল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যা ৭ টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আজ সোমবার বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। সম্মানিত লেখক, প্রিয় অভিযাত্রিক কবি, কলামিস্ট, অনুবাদক জনাব মাহমুদ ইলাহীর মৃত্যুতে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের পক্ষে সভাপতি রানা মাসুদ, সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম ও সকল অভিযাত্রিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বলেছেন, জনাব মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ লেখককে হারালাম যিনি রংপুরে বসেও জাতীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে লেখালিখি করে আমাদের গর্বিত করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।