লেখক : হুসাইন আহমাদ
কবির লেখা যত কবিতা!
শিল্পীর গাওয়া যত গান!
সবাই তো প্রভু তোমারই জন্য,
তোমার গুনো-গান।
কবি লেখে যত কবিতা!
তোমার নামে ছন্দ আঁকা,
তোমার নামের গুনেরই গান
লেখে কত কবি তোমারই সান।
তোমার গানে সুর ভুলিনা!
যতোই গাহি মন ভরেনা!
তোমার গানের সুরে সুরে,
মন আমার উতলে উঠে।