লেখক/কবি: অথই নূরুল আমিন
সেই কবে থেকে আমাদের সমাজে শুরু হয়েছে অন্যায় আর দায় দরবার
এ যেন প্রতিদিনকার নিত্য অভিযোগ মানুষেরা হিংসা আর লোভে একাকার।
ঘন ঘন অন্যায় আর ঘন ঘন দায় দরবার
তখন থেকে বিচারপতিরা ও করছে অবিচার
তারাও যেন সময়ের দামে নিচ্ছে হাদিয়া
কেউ নিচ্ছে গোপনে, কেউ নিচ্ছে চাইয়া।
বতর্মানের পঞ্চায়েত মানে ইজ্জত টানাটানি
দুর্বলেরা পায়না বিচার, চলে কানাকানি
চুপ থাকো চুপ থাকো সমাজপতির ভাষা
এভাবেই সব দুর্বলেরা হচ্ছে যেন তল টাসা।
সমাজের সব সমাজপতি, হচ্ছে ঐক্যবদ্ধ
সবলের বিচার হাসি মুখে হয় ঘর আবদ্ধ
দুর্বলের বিচার বাজারে হয় চোখ রাঙ্গাইয়া
রসাতলে আজ সমাজ, মনুষ্যত্ব গেল তলাইয়া।
গরিবদের ইজ্জত যায়, অন্যায় না করার পরেও
ধনী লোকের অপরাধ গুলো টাকায় মিট হয়
এভাবেই যে সমাজনীতি চলছে সারাক্ষণ
তাই তো আজকে লেখা বন্ধ,ভালো নেই কবির মন।