জনপ্রিয়

কবিতা : প্রভূর সৃজন কবি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

হুসাইন আহমাদ

কি সুন্দর প্রভু তোমারই সৃজন!

অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয় মন।

মাঠ ভরা দিলে তুমি সবুজে শ্যামল,

কৃষকের মুখে হাসি ফুটিল সজল।

নদী চলে এঁকেবেঁকে আপন মনে,

পাখি যায় গান করে আকাশ পানে।

দিগন্তে ধোঁয়াশাই আকাশ নামে!

গিয়ে দেখি সেখানে, হয় মিছে মনে।

প্রভাতের খরাটা মিষ্টি লাগে,

ক্লান্ত দুপুরে ছায়া খুজে মনে।

সাজ হলে পাখি যায় আপন নীড়ে,

দিনের আলো ঘিড়ে ফেলে রাত্রি নামে।

  • কবিতা : প্রভূর সৃজন কবি