জনপ্রিয়

কবিতা : কথা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

লেখক : মোস্তফা ইউসুফ

কথা দিয়ে যুদ্ধ বাজে,

কথায় হই ক্ষুদ্ধ

কথার দরুণ শত্রুর মনও

কখনো হয় মুগ্ধ।

কথার দরুণ বন্ধু বাড়ে,

কথার দরুণ হাসি কথা

আবার কোন সময় হয় যে সর্বগ্রাসী।

কথার দরুণ মতের অমিল,

কথায় কথা টানে

ছোট্ট একটি কথা

কভু ছুটায় ঐক্যের পানে।

কথা দিয়ে কথা আনা,

কথার ভীষণ ফাঁকি

কথা দিয়ে-ই চিরকাল জীবন লিপি আঁকি।

কথা দিয়ে ভালো-মন্দ,

কথার বহুত কাজ

কথার দরুণ কারো পড়ে কপালেতে ভাঁজ।

কথার দরুণ আপন হয়,

বহু দূরের পর— কথা দিয়ে সাজানো যায় ভেঙে যাওয়া ঘর।

  • কবিতা : কথা
  • লেখক : মোস্তফা ইউসুফ