জনপ্রিয়

কবিতা : আল কুরআন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

লেখক : আনোয়ার হোসেন (শিক্ষার্থী-ইংরেজি বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা)

কুরআনের আকার বিশাল বড়,

কুরআনকে তোমার সাথী কর।

কুরআনের সাথে বন্ধুত্ব কর,

সব সমস্যার সমাধান কর।

কুরআন দিয়ে জীবন গড়,

জান্নাতের পথ সুগম কর।

শক্ত হাতে কুরআন ধর,

ভন্ডামি সব দূর কর।

মন দিয়ে কুরআন পড়,

জ্ঞানের আকার বিশাল কর।

কুরআনের জ্ঞানই আসল জ্ঞান,

তিলাওয়াতে জুড়ায় মন প্রাণ।

সংরক্ষিত আছে লাওহে মাহফুজ,

দিবে তোমায় জান্নাতের খুঁজ।

কদরের রাতে হয়েছে অবতরণ,

শেষ নবীর উপর রেখ স্মরণ।

রমজান মাসে হয়েছে অবতরণ,

মুক্তি পেতে কর কুরআনের অনুসরণ।

বার্তা প্রেরক: মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি নরসিংদী

  • কবিতা : আল কুরআন