লেখক: কমরেড রাজেকুজ্জামান (রতন)
বাজার কেন এত চড়া
কারণ জানতে চাও ?
ক্ষমতাসীন দলের ঘরে
একটু উকি দাও ।
দেখবে সেথায় মিলন মেলা
এলাহি কারবার,
ব্যবসায়ী আর দলের নেতা
দুজনেই দুজনার।
ব্যবসায়ীরা দাম বাড়ায় আর
নেতা সাফাই গায়,
দিনের শেষে দুজনে হাসে
মুনাফার ভাগ পায় ।
কেউ বা থাকে বাজারে আর
কেউ বসে সংসদে,
দাম বাড়ানো, লোক ঠকানোর
নানা কৌশল ফাঁদে।
তাদের ফাঁদে আটকা পড়ে
কাঁদে জনগণ,
আঙুল তুলে তারা শুধু বলে
দেখো না উন্নয়ন ।
পাতাল সড়ক, উড়াল সড়ক
সেতু, ভবন দেখো,
সুফল পাবে আর কিছুদিন
ধৈর্য ধরে থাকো ।
জনগণ বলে বহুদিন তো
আছি ধৈর্য ধরে,
ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্য
যাচ্ছে শুধুই বেড়ে ।
যুগ যুগ ধরে এই শিক্ষাই
পাচ্ছি শুধু ভাই ,
প্রতিবাদ ছাড়া অধিকার নিয়ে
বাঁচার উপায় নাই ।
প্রতিবাদহীন মানুষ যতই
করে থাকে মাথা নিচু,
সম্পদ আর সম্মান বলো
থাকে না তো তার কিছু ।
মোঃ খালিদ হাসান নিশাদ
স্টাফ রিপোর্টার।