লেখক: কমরেড রাজেকুজ্জামান রতন (সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি)
বিক্রেতা মুরগি বিক্রি করছে কেজি দরে মেপে,
এত কেন দাম, প্রশ্ন করতে গেল সে ভীষন ক্ষেপে।
কিনলে কেনেন, না হয় মিয়া সামনে থেকে সরেন,
মুরগি কেনার সামর্থ্য নেই বাজারে কেন ঘোরেন?
প্যান্ট শার্ট পরে বাজারে এসে মুরগি করেন দাম,
ফকির নাকি, হাতে টাকা নাই নাই কোন ইনকাম?
অপমানিত ক্রেতা তখন বলে মৃদু স্বরে, বুঝবে না ভাই,
সংসারটা চালাই কেমন করে!
প্যান্ট শার্ট পরে ঘুরছি বলে তোমরা কোরো না ভুল,
ধার দেনা শোধ কিভাবে করি ভেবে পাইনা কূল।
ছেলেমেয়ে নিয়ে রোজার মাসে ভালো খাওয়া?
সে তো দুরে, সস্তা দামে মুরগি কিনতে মরছি বাজার ঘুরে।
জিনিসের দামে কপাল ঘামে তবুও বাজারে আসি,
ঘরে বাইরে অপমান সয়ে বেহায়ার মতো হাসি।
মুরগি কেনার সামর্থ্য নাই, প্যান্ট পইড়া বাজারে আইছেন?
মুরগি বিক্রেতার কথা শুনে অসহায় ক্রেতার মন।
সৌজন্যে মোঃ খালিদ হাসান নিশাদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাজীপুর।