ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 hour ago

কুড়িগ্রাম প্রতিনিধি

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের তেলের পাম্প সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোরে শেষ হয় । র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রদল নেতা ও সাবেক জিএস ফিরোজ কবির কাজল, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু, উলিপুর পৌর কৃষক দলের নেতা দেওয়ান সরোয়ার, উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেদ আলী, গুনাইগাছ ইউনিয়ন কৃষক দলের নেতা ওবায়দুর রহমান, জেলা কৃষক দলের সিনিয়র সদস্য সচিব ওবায়দুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হোসেন, উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু রায়হান বুলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফিরোজ কবির কাজল ও আবু জাফর সোহেল রানা। তারা বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের সংগ্রামের প্রেরণা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

বক্তারা আরও বলেন, এই বিজয় র‍্যালি সরকারের অবিচার-অবহেলার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ, এবং জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

  • ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালি