এশিয়াকাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 minutes ago

আকাশ দাশ সৈকত

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের টুর্নামেন্ট কাপের পরবর্তী আসরের।

ঢাকায় গত এসিসি সভায় আসেনি কোন সিদ্ধান্ত ।তাইতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মতো এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট নিয়ে এতোদিন জল্পনা-কল্পনা চলছিলো। তবে সব শেষে অবশেষে আসন্ন এশিয়া কাপের দিনক্ষণ চুড়ান্ত করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মাহসিন নাকভী। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সসে টুর্নামেন্টের দিনক্ষণ চুড়ান্ত করেন তিনি। যেখানে আগামী ৯ই সেপ্টেমবর এই টুর্নামেন্টের পর্দা উঠবে এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮শে সেপ্টেমবর।

গত জুলাইয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতির কারণে শঙ্কা জেগেছিলো এশিয়া কাপ আয়োজন ভারতের মাঠে করবে কিনা? তবে এশিয়া কাপ নিয়ে আগে থেকে সিদ্ধান্ত ছিলো ভারত কিংবা পাকিস্তান যদি এশিয়া কাপের আয়োজক দেশ হয় তবে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। তাইতো এইবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এইদিকে বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আগেই জানা গেছে ভারত এবং পাকিস্তান এক গ্রুপেই থাকছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।

  • এশিয়াকাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর!