আকাশ দাশ সৈকত
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
শেষবারের মতো ক্রিকেটের বাইশ গজে নেমেছিলেন পাঁচমাস আগেই। সাভারে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) । তবে সেই ম্যাচে মাঠের মধ্যে হঠাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। সেইখানে একটা স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর ঢাকায় ফিরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন ২০২৩ সালে বাংলাদেশ দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম। তবে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরবেন এই ওপেনার এমনটাই জানান কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এই ব্যাপারে আকরাম বলেন, ‘তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে।’
এবারের এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও। এনসিএলের এবারের আসরে খেলার জন্য ইতোমধ্যেই সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিক।
আকরাম বলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।