এনসিএলে আসছে ময়মনসিংহ, থাকছে না ঢাকা মেট্রো!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

আকাশ দাশ সৈকত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএলে) আসছে ময়মনসিংহ বিভাগ। তবে ময়মনসিংহকে জায়গা দিতে পরবর্তী আসর থেকে থাকছে না ২০১১ সাল থেকে লিগ খেলে আসা ঢাকা মেট্রো ।

দশ বছর আগেই বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছিলো ময়মনসিংহ। তবে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও খেলা হয়ে উঠেনি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তবে আগামী আসর থেকে এনসিএলে অন্তর্ভুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সময় বেশি না থাকায় ওই আসরে খেলা হবে না বিভাগটির। তবে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার দিনের প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলবে তারা।

শনিবার বিসিবি বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। 

“ময়মনসিংহ যেহেতু বিভাগ হয়েছে, আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের খেলার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরো বলেন ,”যেহেতু আমাদের এনসিএল টি-টোয়েন্টি শুরু হয়ে যাচ্ছে, এখানে একটা দল আছে ঢাকা মেট্রো। সেটার জায়গায় এনসিএলের চার দিনের টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগ খেলবে।

  • এনসিএলে আসছে ময়মনসিংহ