মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি আটটি চিনিকল উৎপাদন শুরু করবে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।
গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।