জনপ্রিয়

উল্লাপাড় মিশু চালক হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারি চালিত মিশু গাড়ির চালক আব্দুল হাই বাচ্চুর হত্যা মামলার গ্রেপ্তার হওয়া ২ জন আসামির বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছো আদালত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমলী আদালতে শুনানি শেষে বিজ্ঞ বিচারক উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের সোরহাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ওপূর্ব দেলুয়া মধ্যপাড়া মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)এর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিহত আব্দুল হাই বাচ্চু (৩৫) উপজেলার বাংঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দু পাড়া গ্রামের আফসার আলীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার পরিদর্শক তদন্ত নেয়ামুল হক জানান, দুইআসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি আরো জানান, ১৩ই অক্টোবর রাতে আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেছিয়ে দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মৃত দেহ উপজেলার মধুপুর কবরস্থান সংলগ্ন একটি ডোবায় ফেলে রাখে হত্যাকারীরা। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরা দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার পূর্ব দেলুয়া এলাকা থেকে ছিনতাই হাওয়া ব্যাটারি চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর সাজদা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা দায়ের করে।

  • উল্লাপাড় মিশু চালক হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর