জনপ্রিয়

উল্লাপাড়ায় ৮৯ টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে মোট ৮৯ টিমন্ডবে শারদীয় দুর্গাপূজা হবে এরমধ্যে পৌরসভায় ২৯ টি। উল্লাপাড়া পূজা উদযাপন থেকে জানা যায়, এখন প্রতিমা তৈরীর ব্যস্ত সময় পার করছে। উল্লাপাড়া পৌরসভা এলাকার নিখিল পালের বাড়িতে এবারও শারদিয় পূজার প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রদীপ কুমার বলেন এবার ২৭ টিপূজার মন্ডপে প্রতিমা তৈরি করেছে। সরজমিনে দেখা গেছে বাড়ির আঙ্গিনায় পলিথিনের নিচে রাখা হয়েছে। প্রতিমার সাদা রঙের আস্তর দেওয়াহচ্ছে বিজয় পাল বলেন প্রতিমা তৈরি সবাই কম বেশি ব্যস্ত আছে। বিজয় কুমার প্রতিমার তরীকে রং দেওয়ার কাজে ব্যস্ততা রয়েছে। উল্লাপাড়া উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সূচি ঘোষ অসাধারণ সম্পাদক বলেনএবার উপজেলায় ৮৯ টি মন্ডপে পূজা হবে। পৌরসভায় ২৯টি মন্ডপে দুর্গাপূজা হবে। এছাড়া দুর্গানগর ইউনিয়নে ১১ টি, মোহনপুরের দশটি ও দুনিয়া আটটি বড় পাঙ্গাসী ৫টি, বড়হার ৫ টি পূর্ণিমা গাতি একটি উল্লাপাড়া সদরে একটি হাতি কুমরুল সলঙ্গা পাঁচটি। উপজেলা নির্বাহী অফিসার ইউনো আবু সালেম মোঃ হাসনাত বলেন, জেলা প্রশাসক থেকে উপজেলায় প্রতিটি মন্ডপের জন্য৫০০ কেজি করে চাউল বরাদ্দ হয়েছে উপজেলায় শারদীয় দুর্গাপূজা আনন্দময় উদযাপনের জন্য প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

  • উল্লাপাড়ায় ৮৯ টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন