জনপ্রিয়

উল্লাপাড়ায় পূর্ণিমা রানীর ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 4 months ago

সিরাজগঞ্জ প্রতিনিধী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমা রানীর ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহরুল ইসলামকে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর।

শনিবার (৪জানুয়ারি) উপজেলার বড়হার ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়নের পূর্ব দেলুয়াগ্রামের জিল্লুর রহমানের ছেলে।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর। শনিবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস বিফ্রংয়ে বিষয়টি নিশ্চিত করেবলেন,
২০০১ সালে ৮ ই অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংস্রতার জের ধরে অষ্টম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রানী শীল এর বাড়িতে হামলা চালায়। পরে তাকে জোর করে ধরে নিয়ে একটি কচু খেতে ফেলে জোর করে গণধর্ষণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ভিক টিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানা একটি দর্ষন মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেন।