মোঃ সুজন আহমদ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাচ্চু মিয়া( ৩৪) নামে এক মিশু গাড়ি চালক কে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে ২ নং বাংগালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশেই এ ঘটনা ঘটে। ঘটনা ঘটার পর গভীর রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তারা প্রাথমিকভাবে হত্যা করার ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। নিহত বাচ্চু মিয়া বাংগালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলীর ছেলে।গ্রেফতার কূত রা হলো, উপজেলার বড়হার ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের সোরহাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং পূর্ব দেলিয়া মধ্যপাড়া ধীরেন্দ্র মিস্ত্রীর ছেলে মংলা মিস্ত্রি (৪৬)। নিহতের স্ত্রী সাজদা খাতুন জানান,রবিবার বিকেলে তার স্বামী আব্দুল হাই বাচ্চু কাজে বের হয়। তারপর খোঁজাখুঁজির পর সে জানতে পারে, মধুপুর কবরস্থানের পাশে ডোবায় তার স্বামীর মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ রাকিবুল হাসান জানান,বাচ্চুকে গলায় গামচা পেঁচিয়ে হাত পা রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনা সাথে জড়িত থাকার দুইজনকেই আটক করেছে। এ ঘটনায় নিহাতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞতা আসামিদের নামে মামলা দায়ের করেছে। নিহতের মরা দেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা সিরাজগঞ্জ সদর হাসপাতালেমর্গে পাঠানো হয়েছে। এবং জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।