জনপ্রিয়

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

উল্লাপাড়া প্রতিনিধি

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৪০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করেন। ২০২৪ -২৫ অর্থবছরে উৎপাদন বৃদ্ধির জন্য রবি মৌসুমে হাইব্রিড ধানের এই বীজ বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ব্রিজের প্যাকেট তুলে দিয়ে উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসান শহীদ সরকার। সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, সহকারি কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিদা ভোগিরা।এই উপজেলায় মোট ২ হাজার ৬০০ জন কৃষক হাইব্রিড ধানের বীজ পাবে।

  • উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরন