জনপ্রিয়

উল্লাপাড়ায় ইয়াবা সহ মাদক কারবারি আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জর উল্লাপাড়ায় একশত পিস ইয়াবাসহ সোরহাব আলী (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উলিপুর এলাকার রাস্তার পাশ থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

সুবাহান সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালখোল সাহাপাড়া গ্রামের মৃত দিলবার প্রামাণিকের ছেলে। উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উলিপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সুবাহান নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার কারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে আটক মাদক কারবারিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় ইয়াবা সহ মাদক কারবারি আটক থানায় মামলা