উলিপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 26 minutes ago

কুড়িগ্রাম প্রতিনিধি

ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উলিপুর এম.এস. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কাচারী মোড় পর্যন্ত গিয়ে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

হাজার হাজার নেতাকর্মী, ছাত্র-যুবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় গণআন্দোলনের দৃপ্ত চেতনা। “ভোটাধিকার ফিরিয়ে দাও”, “গণতন্ত্র চাই”, “জুলুমের অবসান চাই”— এমন স্লোগানে প্রকম্পিত হয় উলিপুরের রাজপথ।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই মাসে জনগণ স্বৈরাচার ও ভোট ডাকাতির বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, তা এ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের এই গণমিছিল সেই চেতনারই বাস্তব প্রতিফলন।”

তারা আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতের আমির, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ব্যতিক্রমধর্মী। সাধারণ মানুষ ও পথচারীদের মাঝেও মিছিলের প্রতি স্পষ্ট সহানুভূতি ও সমর্থন লক্ষ্য করা যায়।

  • উলিপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকীতে জামায়াতের গণমিছিল