উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 hours ago

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
শনিবার, ২ আগস্ট ২০২৫ বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যেটেব-এর সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা যেন মাদক, সন্ত্রাস ও অনৈতিকতার পথ থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসে-এটাই আমাদের প্রত্যাশা। তাদের উৎসাহ দিতে পরিবার, শিক্ষক ও সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম. আলমগীর কবির।

বক্তব্য রাখেন আরও অনেকে, যাদের মধ্যে ছিলেন:
ধরনিবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তাহের, বালার চর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল (বিএনপি) উলিপুরের সদস্য সচিব মো. রাজ্জাকুল হোসেন রিপন,জামায়াতে ইসলাম উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার নেচার উদ্দিন, উপজেলা নাগরিক পার্টির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মুনতাহা হোসেন মিথিলা।

সংক্ষিপ্ত বক্তব্য রাখে কৃতী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আবরার ফাইম রাইম ও উৎসব সরকার। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“শুধু ভালো ফল করলেই চলবে না, হতে হবে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন দায়িত্বশীল মানুষ। সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, গঠনমূলক এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয়ভাবে এমন আয়োজন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত