উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সচিব ড.মো: ফরিদুল ইসলামের শোক প্রকাশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 days ago

বাগেরহাট জেলা প্রতিনিধি

ঢাকার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিশিষ্ট সমাজসেবক,
গরিব ও মেহনতি মানুষের বন্ধু, সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

যে সমস্ত শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছে, অঙ্গ হানি হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

যেসব পরিবার এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ধৈর্য এবং মানসিকভাবে শক্ত হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সরকার পাশে থেকে চিকিৎসা’সহ পুনর্বাসন এবং যাবতীয় কাজে সহায়তা করবেন বলে জোর দাবি জানান সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম।

  • উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সচিব ড.মো: ফরিদুল ইসলামের শোক প্রকাশ